বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি রুবেল, সম্পাদক মাসুদ
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।২২ জানুয়ারি বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।কমিটিতে বাংলা টিভি’র বাসাইল-সখীপুর প্রতিনিধি মো. রুবেল মিয়াকে সভাপতি ও এশিয়ান টেলিভিশনের বাসাইল প্রতিনিধি মাসুদ রানাকে সম্পাদক করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন( সময়ের আলো), যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম (ঢাকা পোস্ট ডটকম), কোষাধ্যক্ষ কামাল খান (আজকের টেলিগ্রাম), ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম জনি (প্রতিদিনের বাংলাদেশ), দপ্তর সম্পাদক নাসির মিয়া (দৈনিক প্রভাতী বাংলাদেশ), সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন (দি বাংলা ইনডিপেন্ডেন্ট)। কার্যকরী সদস্যরা হলেন, রাশেদা সুলতানা রুবি(লোককথা), ইউসুফ আলী খান (টাঙ্গাইল প্রতিদিন), মোহাম্মদ আখতারুজ্জামান রিপন (দৈনিক আজকালের খবর), এসএম তাহের খান (দৈনিক দিনকাল), মো. শরিফুল ইসলাম মিয়া (ডেইলি মর্নিং পোস্ট),সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ)।উল্লেখ্য,২৩ ডিসেম্বর বাসাইল প্রেসক্লাবের এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ। ওই আহ্বায়ক কমিটিকে পরবর্তী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়া হয়। এর ধারাবাহিকতায় ৭ জানুয়ারি বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটির সিদ্ধান্ত এবং ২২ জানুয়ারি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে আহ্বায়ক কমিটি।