ক্রস ফায়ার আর গুমের ভয় দেখিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
খুলনা ব্যুরো: পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, ‘ক্রস ফায়ার আর গুমের ভয় দেখিয়ে সন্ত্রাসীদের দমন করতে চাই না। আইনের প্রক্রিয়ায় আদালতের মাধ্যমেই সন্ত্রাসীদের বিচার হবে।’১৫ নভেম্বর শনিবার দুপুরে বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।আইজিপি আরও বলেন, নির্বাচন আমরা করবোই। কোনো ভাবেই সন্ত্রাসীরা নির্বাচন ঠেকাতে পারবে না। ৪৩ হাজার ভোট কেন্দ্রের মধ্যে ৫০০ থেকে ১০০০ ভোটকেন্দ্র বন্ধ হলেও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।এর আগে খুলনায় পাঁচটি লোকেশনে চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন। সেই সাথে তিনি খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা পুলিশ কমিশনার জুলফিকার হায়দার আলী, খুলনা রেঞ্জ ডিইজি মো. রেজাউল হকসহ ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা।