• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৩৩ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:৩৩ (20-May-2024)
  • - ৩৩° সে:

গলাচিপায় সাপ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ‘সর্প দংশনে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়’ এই প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় অ্যানিমেল লাভাস অব পটুয়াখালী, সেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের আয়োজনে সাপ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে।২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উলানিয়া হাট হাইস্কুল অ্যান্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে সাপে কামড় দিলে করণীয়, সাপ কামড় থেকে রক্ষা পেতে করণীয়, সাপের পরিচিতি সম্পর্কে ধারণা ও সাপ কামড় দিলে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন স্নেক রেস্কিউয়ের আসাদুল্লাহ হাসান মুসা, এএলপি গলাচিপা শাখার টিম লিডার সোহেল হোসেন রাসেল, সদস্য মো. এহসান হাওলাদার, মো. রবিউল ইসলাম, সুমাইয়া সাফা প্রমুখ।উল্লেখ্য, দেশে প্রতিবছর প্রায় ৪ লাখেরও বেশি মানুষকে সাপে কামড়ায়। যাদের মধ্যে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বলে সরকারি এক গবেষণায় উঠে এসেছে। সাপের কামড়ের ঘটনা বেশি ঘটে খুলনা ও বরিশাল বিভাগে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ২৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষেরা বাড়ির আশেপাশে চলাফেরা করায় সাপের কামড়ের শিকার হন।