• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩২ ভোর ০৪:৫৬:২৮ (01-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩২ ভোর ০৪:৫৬:২৮ (01-Jul-2025)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে রিইব এর আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে তথ্য অধিকারের মাধ্যমে জবাবদিহিতা এবং স্বচ্ছলতা বৃদ্ধি করা লক্ষে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ জুন রিসার্চ ইউনিসিয়েটিভস্ বাংলাদেশ (রিইব ) এর আয়োজনে পঞ্চগড়ের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক, বিভিন্ন সোসাইটিসহ রিইব এর সদস্যদের নিয়ে উক্ত সংলাভ সভা অনুষ্ঠিত হয়।নারী ও যুব সমাজের অধিকার ও তথ্য অধিকার নিয়ে চলমান কার্যক্রমের অভিজ্ঞতার উপর আলোচনা করেন উপ-পরিচালক, রিইব,  ঢাকা, এডভোকেট রুহি নাচ ।উক্ত সংলাভ সভায় এইচ এম লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ,পঞ্চগড়, মো. সাবেত আলী ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),পঞ্চগড় সুমন চন্দ্র দাস, উপ-পরিচালক সমাজসেবা কার্যালয়,পঞ্চগড়, অনিরুদ্ধ কুমার রায়, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড়,  মকসুদুল কবীর, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, এ কে এম ওয়াহিদুজ্জামান, অফিসার ইনচার্জ সদর, আব্দুল্লা হিল জামানস, মাঠ সমন্বয়কারি পঞ্চগড় প্রকল্পের কায়ছার আলী ও জেলার রিইব এর সকল সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।এ সময়  প্রধান অতিথি তথ্য অধিকারের মাধ্যমে জবাবদিহিতা স্বচ্ছতা কি ভাবে নিশ্চিত করা যায় তা উক্ত সংলাপ সভায়  উপস্থাপন করেন এবং বলেন শুধু আইনের মাধ্যমে সকল সমস্যা সমাধানের পথ না খুজে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।