• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩২ রাত ০২:৫৪:১৩ (01-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গাজীপুরে কক্সবাজারগামী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

টিটন কুমার ঘোষ, টংগী প্রতিনিধি : গাজীপুর মহানগরের পূবাইল কলেজ গেটে এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন কলেজ গেট রেল ক্রসিং-এ কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ও সেভেন রিং কোম্পানির একটি সিমেন্টবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেলগেট দিয়ে ট্রাকটি পার হওয়ার সময় হঠাৎ গেটের ওপর আটকে যায়। এ সময় ট্রেন চলে আসতে থাকলে চারদিকে চিৎকার শুরু হয়। ধাক্কাধাক্কি করে ট্রাক সরানোর চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ঠিক সেই মুহূর্তে পর্যটক এক্সপ্রেসের ইঞ্জিন ট্রাকের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে ট্রেনের একটি এসি বগির দরজা ভেঙে যায়। কিছুদূর গিয়ে ট্রেনটি থেমে যায়। ট্রেনের চালকের দ্রুত সিদ্ধান্তে বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন যাত্রীরা।ট্রেনের যাত্রী জালাল হোসেন বলেন, ট্রেন চালক আগে থেকেই ব্রেক করেছিলেন, না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। আমরা সবাই আতঙ্কে ছিলাম, তবে অল্পের জন্য বেঁচে গেছি।রেলগেট কিপার স্বপন বলেন, আমি একপাশের গেট বন্ধ করেছিলাম। হঠাৎ ট্রাকটি রেললাইনের ওপর বন্ধ হয়ে যায়। চেষ্টা করেও সরানো সম্ভব হয়নি। ওই সময় পর্যটক এক্সপ্রেস এসে ধাক্কা দেয়।ট্রাকচালক বলেন, গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। বারবার চালু করার চেষ্টা করেও চালু করতে পারিনি। তারপরই ট্রেন এসে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে উদ্ধার তৎপরতা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।