• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩২ রাত ০৩:২১:৫৯ (27-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে কিশোর গ্যাং’র হামলায় কারখানা শ্রমিক আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাং-এর হামলায় এক কারখানা শ্রমিক আহত হয়েছেন।স্থানীয়রা জানায়, উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিনের ছেলে নাঈম (২২) ও তার সদস্যরা, জসিম উদ্দিন (২৫) নামে এক শ্রমিককে পিটিয়ে পিটিয়ে গুরুতর  আহত করেছে। আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জসিম উদ্দিন নগর হাওলা গ্রামের জিন্নাত আলীর ছেলে, তিনি ওই এলাকার রিদিশা বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করেন। এ ঘটনায় ভুক্তভোগী জসীমউদ্দীন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী জসিম উদ্দিন বলেন, অভিযুক্ত নাঈমের বাবা আওয়ামী লীগ নেতার ক্ষমতা খাটিয়ে এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে অপকর্ম করে আসছে। অভিযুক্ত নাঈম নিজেই একটি কিশোর গ্যাং বাহিনী তৈরি করে এলাকার মধ্যে চুরি ছিনতাইসহ অসামাজিক কার্যকলাপ করে আসছে। তারই অন্যায় কাজে আমিসহ এলাকার বিভিন্ন মানুষ বাধা দিয়ে আসছিল এরি ধারাবাহিকতায় গত রোববার  দুপুরে অভিযুক্ত নাঈম আমাকে ফোন করে কারখানার বাহিরে এনে, এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। আমার ডাক চিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গঠনস্থল থেকে চলে যায়।জসিম উদ্দিনের বাবা জিন্নত আলী বলেন, আমার ছেলে জসিমউদ্দীন বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করে। আমার ছেলেকে ফ্যাক্টরি থেকে ফোন করে এনে, অন্যায়ভাবে মারধর করা হয়েছে। আজকে যদি সঠিক সময়ে ঘটনাস্থলে এলাকার মানুষ নিয়ে উপস্থিত না হতে পারতাম তাহলে আমার ছেলেকে প্রাণে মেরে ফেলত। আমি এর সঠিক বিচার চাই। আওয়ামী লীগ নেতার ছেলে বলে এলাকার মধ্যে যা খুশি তাই করবে। আমরা গরীব মানুষ বলে কি তার বিচার পাবো না।এ ঘটনায় এলাকার মানুষ অভিযুক্ত নাঈমের উপযুক্ত বিচার দাবি করেছেন, একজন কারখানার শ্রমিককে প্রকাশ্য দিবালোকে মারধর করার ঘটনায়, এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।