• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩২ রাত ০১:৪৬:৩৭ (02-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩২ রাত ০১:৪৬:৩৭ (02-Jul-2025)
  • - ৩৩° সে:

সৌদি আরবে সাতজনের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ করা হয়েছে। ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শিরশ্ছেদ করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেসি এজেন্সি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এই সাতজন “সন্ত্রাসী সংগঠন তৈরি ও অর্থায়নের” অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। মঙ্গলবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে সৌদি আরব। এ বছর এখন পর্যন্ত দেশটিতে ২৯ জনের শিরশ্ছেদ করা হয়েছে। এর আগে ২০২৩ সালে সৌদিতে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছিল।দুই বছর আগে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করার পর বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল সৌদি আরব।সৌদি প্রেস এজেন্সির খবরে আরও বলা হয়েছে, এই সাতজন ‘সন্ত্রাসবাদের পথ বেঁছে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন যেটির মাধ্যমে রক্ত ঝরানোর আহ্বান জানানো হয়, তারা সন্ত্রাসী সংগঠন ও প্রতিষ্ঠান তৈরি এবং অর্থায়ন করেছিলেন এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন।’