নোয়াখালীতে নির্যাতনে দেশ ছেড়ে এক যুগ পর দেশে ফিরে সংবর্ধিত শিবির কর্মী
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত শিবির রাজনৈতিক জড়িত থাকার কারণে ক্রসফায়ার তালিকাসহ মামলা, হামলা ও নির্যাতনের স্বীকার হয়ে দেশত্যাগের এক যুগ পর দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পেলেন শিবির কর্মী সাদ্দাম হোসেন। ৪ জুলাই শুক্রবার উপজেলার হাজীপুর নিবাসী সাদ্দাম হোসেন দীর্ঘ এক যুগ পর সুদূর আমেরিকার থেকে প্রিয় জন্মভূমি বাংলাদেশ আসলে এমন দৃশ্য দেখতে পায় এলাকাবাসী।জানা যায়, মোহাম্মদ সাদ্দাম হোসেন ২০১২ সালের রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াত শিবির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তখন মামলা হামলার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। দীর্ঘ একযুগ প্রবাস জীবন কাটানোর পর সম্প্রতি তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তার শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জামায়াতে ইসলামের কর্মীরা তাকে সংবর্ধনা জানাতে চৌরাস্তা স্কুল মাঠে হেলিকপ্টারের সামনে জড়ো হন। মো. সাদ্দাম হোসেন দেশে ফিরলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।এসময় সেখানে উপস্থিত জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী পৌরসভার সহকারী সেক্রেটারি নুর উদ্দিন, আদর্শ শিক্ষক জাহাঙ্গীর আলম, হাজীপুর ইউনিয়ন আমির আবদুর রহিম, জামাত নেতা রাহাত এছাড়া উপজেলা -ইউনিয়ন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তার হাতে ক্রেস্ট তুলে দেন।সংবর্ধনা অনুষ্ঠানে সাদ্দাম হোসেন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরতে পেরে আমি আনন্দিত। যারা আমাকে এ সংবর্ধনা দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা-হামলা করা হয় এবং আমার বিরুদ্ধে ক্রসফায়ারের তালিকা তৈরি করেন তৎকালীন স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংবর্ধনা জামায়াতে ইসলামের দীর্ঘদিনের কর্মীদের মধ্যে এক ধরনের ইতিবাচক বার্তা দেবে এবং সংগঠনটিকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।