মানিকগঞ্জে সাম্য হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি
মানিকগঞ্জ প্রতিনিধি: ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।১৮ মে রোববার দুপুর ১২টায় কলেজ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ। তিনি বলেন, “পৃথিবীর সবচেয়ে বড় বোঝা বাবার কাঁধে সন্তানের মরদেহ। সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হত্যা করে সেই বোঝাই বারবার বাবার কাঁধে চাপিয়ে দিচ্ছে।”তিনি আরও বলেন, “স্বৈরাচার হাসিনার শাসনামলে আমরা সকালে মিছিলে যেতাম, বিকালে সহযোদ্ধার জানাজায় দাঁড়াতাম। ডান্ডাবেরি পরেও আমরা মরদেহ কবর দিয়েছি। এখনও আমাদের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা আমাদের অজানা নয়। গুপ্ত রাজনীতি ও গুপ্ত সংগঠনের বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি দিচ্ছি- আর একবার যদি ছাত্রদলের কোনো ভাইয়ের রক্ত ঝরে, তবে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শান, সহ-দপ্তর সম্পাদক মো. শাহিনুর হোসেন শাহীনসহ অন্যান্য নেতাকর্মীরা।