সাইন্সল্যাবে ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ উত্তেজনা, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা কলেজ প্রতিনিধি : পূর্বের সংঘর্ষের জের ধরে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান বিরোধের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, গত দুই দিনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলায় ঢাকা কলেজের অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযোগ করে তিনি বলেন, “আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের ওপর চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।”এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হলে সাইন্সল্যাব মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে শিক্ষার্থীরাও ইট-পাটকেল ছুড়তে থাকে।এর আগে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে সেটি তাদের ক্যাম্পাসের দিকে নিয়ে যায়। পরে পুলিশ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে নিউমার্কেট থানার তদন্ত কর্মকর্তা বলেন, “কী কারণে মারামারি হয়েছে, তাৎক্ষণিকভাবে তারা নিজেরাও পরিষ্কার করে বলতে পারেনি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।”তিনি আরও জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কী নিয়ে কখন সংঘর্ষ বাঁধে, সেটা ওরাই ভালো বলতে পারবে। মারামারি লাগলে আমাদের হস্তক্ষেপ করতে হয়। আজ আমরা পরিস্থিতি শান্ত করেছি।”তিনি জানান, “আজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের একটি বাস আটকে রেখেছিল। পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।”সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “সংঘর্ষে যারা জড়ায়, তাদের সবাইকে শনাক্ত করা সব সময় সম্ভব হয় না। পুলিশ চাইলে ব্যবস্থা নিতে পারে। আমরা তথ্য-প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।”হতাহতের বিষয়ে অধ্যক্ষ বলেন, “আজ আমাদের একজন শিক্ষার্থী আহত হয়েছে। এর আগে গত পরশু আমাদের কলেজের একজন সহযোগী অধ্যাপক আহত হন। তিনি সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মারধর থেকে বাঁচাতে গিয়ে আহত হন। তার সিটি স্ক্যান করানো হয়েছে এবং বর্তমানে তিনি বিশ্রামে আছেন।”উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়। সে সময় হাতে গোলাপ ও মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় পক্ষ। তবে এক মাস না যেতেই, গত ১০ ডিসেম্বর দুই কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ফের পাল্টাপাল্টি হামলায় জড়ায়। সে সময়ও ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।