• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৬:৫৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঢাকা কলেজে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে হাতাহাতি

ঢাকা কলেজ প্রতিনিধি: দালাল বলাকে কেন্দ্র করে ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বাগবিতন্ডা সৃষ্টি হয়।১৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টার সময় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।শিক্ষকদের দালাল বলে ডাকা শিক্ষার্থী মো. ওমর রেজা বলেন, ‘স্যারদের সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে আমি তাদের ‘দালাল’ বলি। দালাল বলার পরেই একজন শিক্ষক আমার কলার ধরেন এবং আরো দশ পনেরো জন শিক্ষক আমার উপর আক্রমণ করা শুরু করে। আমার দুই হাত ধরে তারা টানাটানি করতে থাকেন। আমার সহপাঠীরা বাধা দেয় কিন্তু তারা আমাকে অফিসে নিয়ে যায়। তারা অভিযোগ করেছেন যে আমি তাদের গায়ে হাত তুলেছি কিন্তু আমি গায়ে তুলিনি। সেখানে আমাকে ক্ষমাপ্রার্থী হিসেবে একটি লিখিত বিবৃতি দিতে বলেন এবং আমার গার্ডিয়ানের সাথে কথা বলেন।’অপর আরেক শিক্ষার্থী আবু নাইম বলেন, ‘পাঁচ দিন আগে থেকে আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে। ইন্টারের শিক্ষার্থীদের সাধারণত ছুটি হয় সাড়ে ১১টায়। আজ হঠাৎ করে তাদের সাড়ে ১০টায় ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটি দেওয়ার পর তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে এবং কলেজের মেইন গেইট বন্ধ করে দেয়। এ বিষয় নিয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলে কথা কাটাকাটি শুরু হয়। কথা বলার সময় এক শিক্ষার্থী শিক্ষকদের উদ্দেশ্য করে কয়েকবার ‘দালাল’ বলে। দুই জন শিক্ষক এসে সেই শিক্ষার্থীর হাত ধরেন। পরে আরো কয়েকজন শিক্ষক এসে মব তৈরি করে বলেন শিক্ষকদের গায়ে হাত দিয়েছে। এই বলে শিক্ষকরা সেই শিক্ষার্থীকে মারা শুরু করে এবং তাকে টিচার্স লাউঞ্জের দিকে নিয়ে যায়।’ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহানাজ পারভিন বলেন, ‘ঢাকা কলেজ ক্যাম্পাসের কড়ই গাছের নিয়েছে আমাদের একজন শিক্ষকের সাথে কিছু ছাত্র বাজে ব্যবহার করছিল, সেটি দেখে আমি যাওয়ার পর আমাকে তারা দালাল বলা শুরু করলো। তারা বললো আপনারা চুপ করেন, আপনারা তো দালাল। আপনাদের উষ্কানিতে ইন্টারের ছাত্ররা বের হচ্ছে। তখন আমি বললাম বাবা এ কথাটা ঠিক না, তারা তাদের মতো আন্দোলন করুক তোমরা তোমাদের মতো কর। এ সময় কয়েকজন শিক্ষার্থী একজন শিক্ষকের গায়ে হাত দেয় এবং ইন্টারের একজন ছাত্রকে মারার জন্য আসে। আমি তাদের বাধা দেই। এরপর যেই শিক্ষার্থী গায়ে হাত তুলেছিলো তাকে আমরা লাউঞ্জে নিয়ে আসি। এরপর কিছু ছাত্র এসে ভাঙচুর চালায়।’উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালনের জন্য জড়ো হতে থাকে অনার্সের শিক্ষার্থীরা। এ বিষয় জানতে পেরে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা আগে থেকেই অবস্থান নেয় ও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে। সেই সাথে কলেজের মেইন গেইট বন্ধ করে দেয়। এ বিষয় নিয়ে অনার্সের শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে কথা বলতে গেলে অনার্সের এক শিক্ষার্থী শিক্ষকদের ‘দালাল’ বলেন। ‘দালাল’ বলা সেই শিক্ষার্থীকে শিক্ষকরা টিচার্স লাউঞ্জের দিকে নিয়ে যেতে গেলে শিক্ষার্থীদের সাথে হাতাহাতির সৃষ্টি হয়।