• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৩:১৪:০৩ (28-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

প্রধান শিক্ষকের সঙ্গে ছাত্রীর ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ ও নবম শ্রেণীর এক ছাত্রীর মধ্যে ভিডিও কলে অনৈতিক ঘনিষ্ঠতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।স্থানীয়রা জানান, ভিডিওটি প্রকাশের পর থেকেই চাঞ্চল্য দেখা দিয়েছে। একজন প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে শিক্ষার্থীরা সুরক্ষা, নৈতিকতা ও সঠিক দিকনির্দেশনা পাওয়ার কথা। কিন্তু এই ঘটনার মাধ্যমে পুরো এলাকাজুড়ে শিক্ষাঙ্গনের ভাবমর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে।অভিভাবকরা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সন্তানদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষক সমাজের সুনাম ও আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষকের কাছ থেকে এমন নৈতিক অবক্ষয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানান তারা।এ বিষয়ে জানতে এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পাওয়া গেলে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।