• ঢাকা
  • |
  • বুধবার ১২ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৭:৩২ (26-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সবসময় আমাদেরকে প্রেরণা জোগাবে: তারেক রহমান

নিজসস্ব প্রতিবেদক : শহীদ ডা. শামসুল আলম মিলন দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ডা. মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।২৬শে নভেম্বর তিনি তার ফেসবুক পোস্টে মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।তারেক রহমান বলেন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদ ডা. মিলনের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁর ত্যাগের মধ্য দিয়ে ৯ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়েছিল। স্বৈরাচার উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ডা. মিলনের দৃঢ় অঙ্গীকার দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।তিনি আরও বলেন, পতিত আওয়ামী সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দেশের মানুষ তাদের অধিকার হারিয়েছিল এবং গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নতুনভাবে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। দেশের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র এখনো থেমে নেই, তবে ঐক্যবদ্ধ থাকলে তা সফল হতে পারবে না।তারেক রহমান উল্লেখ করেছেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সবসময় দেশপ্রেমীদের জন্য প্রেরণার উৎস হবে। তিনি আজকের দিনে শহীদ ডা. মিলনসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।শেষে তিনি লিখেছেন, “আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”