• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ০২:০৬:১৫ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ০২:০৬:১৫ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

নীলফামারীতে শব্দদূষণ বিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ন জব্দ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে পরিবেশ অধিদপ্তর শব্দদূষণ বিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে জব্দ করা হয়েছে বেশ কয়েকটি  হাইড্রোলিক হর্ন।১১ মার্চ সোমবার পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার কালিতলা নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ।অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। এ সময় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩টি যানবাহনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বিভিন্ন যানবাহনে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।