• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩২ রাত ১১:২৮:২০ (10-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলেই মিলবে পুরস্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সহযোগিতা চেয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। যে কেউ তথ্য দিয়ে অস্ত্র উদ্ধারে সহায়তা করলে তাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে-এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।১০ নভেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী (অপরাধ ও অপারেশন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুরস্কারটি ঘোষণা করে।জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, লুণ্ঠিত প্রতিটি অস্ত্র ও গুলির ধরন অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের পুরস্কার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতি গুলির জন্য ৫০০ টাকা, পিস্তল ও শর্টগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, রাইফেলের জন্য এক লাখ টাকা, এসএমজি উদ্ধার হলে দেড় লাখ টাকা এবং এলএমজি উদ্ধারে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।পুলিশ জানায়, জনগণের সহযোগিতায় এই অস্ত্রগুলো উদ্ধার সম্ভব হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ দমনে তা বড় ভূমিকা রাখবে। এজন্য নাগরিকদের এগিয়ে এসে নিরাপদ উপায়ে তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।অস্ত্রসংক্রান্ত তথ্য প্রদান করতে সরাসরি যোগাযোগ করা যাবে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং জেলার সাতটি থানা-সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার-এর অফিসার ইনচার্জগণ। এছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ কন্ট্রোল রুমেও তথ্য জানানো যাবে।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী (অপরাধ ও অপারেশন) জানান, নাগরিকদের সচেতনতা ও সাহসী ভূমিকা লুণ্ঠিত অস্ত্র উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ সহায়ক হবে। আমাদের প্রত্যাশা-জনগণ দায়িত্বশীল নাগরিক হিসেবে এই উদ্যোগে অংশ নিয়ে নারায়ণগঞ্জকে আরও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবে।