‘লা লিগা’ জিতে কত টাকা পাবে বার্সেলোনা?
স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার রাতে এসপানিওলকে হারিয়ে লা লিগায় ২৮তম শিরোপা জিতেছে বার্সেলোনা। এর মধ্য দিয়ে লা লিগার হারানো মসনদও পুনরুদ্ধার করল বার্সা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হাতছাড়া করেছিল তারা।যা এবার দায়িত্ব নিয়েই বার্সাকে ফিরিয়ে দিয়েছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। মৌসুমজুড়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে শিরোপা জিতে এখন বড় অঙ্কের অর্থ পুরস্কারের অপেক্ষায় বার্সা।লিগ জয়ের ফলে বার্সা চ্যাম্পিয়ন হিসেবে কত টাকা পাবে, তা আনুষ্ঠিকভাবে জানা যায়নি, তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, লিগ চ্যাম্পিয়ন হিসেবে বার্সা ৬ থেকে ৯ কোটি ইউরো পর্যন্ত পেতে পারে।এর আগে ২০২২-২৩ মৌসুমে জাভি হার্নান্দেজের অধীন সর্বশেষ লিগ জেতার পর বার্সা ৬ কোটি ১০ লাখ ইউরো পেয়েছিল বলে জানিয়েছে স্পোর্ত। বার্সা এই অর্থ পাবে মূলত টেলিভিশন স্বত্ব, পারফরম্যান্স–ভিত্তিক বোনাস এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনের জন্য বরাদ্দ খাত থেকে।২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনা লা লিগার আগে স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রেও জিতেছে। কোপা দেলের জন্য ৯০ লাখ এবং সুপার কাপের জন্য ১০ লাখ ইউরো প্রাইজমানি ছিল।এর বাইরে বার্সা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল খেলার পুরস্কারস্বরূপ পেয়েছে আরও অন্তত ৮০ লাখ ৩০ হাজার ইউরো। তবে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় না নিলে এই অঙ্ক আরও বড় হতে পারত।