• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:১৯:১৪ (16-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:১৯:১৪ (16-May-2024)
  • - ৩৩° সে:

কৃষকের ১২ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড জোড়ামতল এলাকায়পূর্ব শত্রুতার জের ধরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের ১২ শতাংশ জমির লাউ গাছ ও শসা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষক ও তার পরিবার।৫ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মো. আজাদ, তিনি মৃত নুর আহম্মদের ছেলে।ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সংসারে সচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েক মাস আগে প্রায় ১২ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে লাউয় ও শসার চারা রোপণ করেছিলেন কৃষক মো. আজাদ ও তার মা বিবি মরিয়ম। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তোলেন তারা।প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল ১১টার দিকে ক্ষেতে গিয়ে দেখেন সবগুলো লাউ গাছের গোড়া কেটে রাখা হয়েছে।ভুক্তভোগীদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলে আসছে। তারাই লাউ গাছ কেটে ফেলেছে।  এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক সোহেল বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতেই পারে, কিন্তু তাই বলে এভাবে কৃষি জমির গাছ কাটা উচিত নয়। যারা গাছ কেটেছে আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাব তাদের যেন আইনের আওতায় এনে শাস্তি দেয়া হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারেক উদ্দিন সিকদার বলেন, যে বা যারা গাছগুলো কাটুক না কেন তাকে আইনের আত্তায় আনার জন্য প্রশাসনে প্রতি অনুরোধ জানাচ্ছি।এ ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার হাবিব উল্লা বলেন, লাউ গাছ কেটে ফেলার অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার কারণে এভাবে  কৃষি গাছ কেটে ফেলা ঠিক নয়। এই সকল কাজ থেকে সকলকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।