• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে কার্তিক ১৪৩২ রাত ০৯:৫৪:২১ (13-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লকডাউনের প্রভাব

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের আহ্বানে দেশব্যাপী লকডাউনের কারণে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।​১৩ নভেম্বর বৃহস্পতিবার ভোর সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। যানবাহন কম থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন এবং দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে। তবে দুপুরের পর থেকে বাসের চলাচল কিছুটা বাড়লেও সকালের অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।একজন পোশাক শ্রমিক জানান, স্ত্রীকে ডাক্তার দেখাতে ময়মনসিংহ যাওয়ার জন্য তিনি প্রায় এক ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় ছিলেন, কিন্তু বাস পাচ্ছিলেন না।​স্থানীয়রা জানিয়েছেন, এখন পর্যন্ত মহাসড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নিয়েছিল। বিএনপির দাবি, তারা 'ফ্যাসিস্ট ও নিষিদ্ধ-ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত' করতে অবস্থান নেন।​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক নিশ্চিত করেছেন যে, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।