ট্রাম্পের শুল্কনীতি বাতিলের দাবিতে মার্কিন সিনেটে রেজোল্যুশন পাস
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে আনা একটি রেজোল্যুশন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার রেজোল্যুশনটি ভোটাভুটির জন্য উত্থাপন করা হলে ১০০ আসনের সিনেটে ৫১ জন এমপি এর পক্ষে ভোট দেন, যেখানে বিপক্ষে ভোট পড়ে ৪৭টি।ট্রাম্পের শুল্কনীতি বাতিলের পক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের পাশাপাশি রিপাবলিকান পার্টির ৪ জন সিনেট সদস্যও ভোট দিয়েছেন। রিপাবলিকানদের মধ্যে যারা এই প্রস্তাবের পক্ষে ছিলেন তারা হলেন—কেন্টাকির দুই সিনেটর র্যান্ড পল ও মিচ ম্যাককোনেল, আলাস্কার সিনেটর লিসা মুরকৌওস্কি এবং মাইন অঙ্গরাজ্যের সিনেটর সুসান কলিন্স।গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তিনি এই অতিরিক্ত শুল্ককে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে অভিহিত করলেও বিরোধীরা শুরু থেকেই এর বিরুদ্ধে সরব ছিল। এই প্রথম ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার দলের চারজন এমপি প্রকাশ্যে তার কোনো নীতির বিরুদ্ধে ভোট দিলেন।এর আগে ট্রাম্পের এই শুল্কনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) মামলা করা হয়েছিল। অভিযোগে বলা হয়, ট্রাম্প প্রশাসন শুল্কনীতির ক্ষেত্রে “ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৭” (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছে। ২৯ মে আদালত ট্রাম্পের শুল্কনীতি বাতিল ঘোষণা করলেও, এর ২৪ ঘণ্টার মধ্যেই ৩০ মে ফেডারেল আপিল আদালত সেই আদেশ বাতিল করে শুল্কনীতিটি অস্থায়ীভাবে ফের কার্যকর করার নির্দেশ দেন।বৃহস্পতিবারের ভোটাভুটির পর ডেমোক্রেটিক পার্টির নেতা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর টিম কাইন সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্কনীতি বাতিল বা স্থগিতের বিষয়টি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করবেন। কারণ এই শুল্কনীতি নিয়ে তার দল রিপাবলিকান পার্টির মধ্যেই আপত্তি আছে। আজকের ভোটাভুটি তার প্রমাণ।”