• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে আশ্বিন ১৪৩২ রাত ১১:৩২:৪৮ (11-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মানিকগঞ্জে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ক আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন জাসাসের আয়োজনে এবং সদর থানার জাসাসের উদ্যোগে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বিষয়ক আলোচনা সভা, কর্মীসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১০ অক্টোবর শুক্রবার রাতে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল বাজারে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মোশারফ হোসেন সিকদার।সভায় সদর উপজেলা জাসাসের সভাপতি প্রদীপ সূত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি ইউনিয়নে তিনি জনসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতামূলক কর্মকাণ্ডসহ বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।অনুষ্ঠানে সদর থানার জাসাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লাল মিয়া লালন, হাটিপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামীম মৃধা, বিএনপি নেতা আরিফ বিশ্বাস, মোস্তফা কামালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং সাংগঠনিক ঐক্য জোরদারে সবাইকে আহ্বান জানান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।