• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৫০:০৭ (01-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ধর্ম যার যার রাষ্ট্র সবার : বুলু

নোয়াখালী প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন দেশে সংখ্যা লঘু বলে কিছু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার।২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির আয়োজনে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা ও পৌর হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামী নির্বাচনের হিন্দু সম্প্রদায়ের ভোট যেন মৌলবাদীদের বিরুদ্ধে হয়।অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস’র সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, আহছানউল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।