• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:১২:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:১২:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

নৌকা প্রতীকে জয় পেলেন রাশেদ খান মেনন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে মেনন পেয়েছেন এক লাখ ২২ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮টি।৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি বিজয়ী হন। সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ফলাফল ঘোষণা করা হয় রাত সাড়ে ১০টা পর্যন্ত। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অন্তরা হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট এবং ঈগল প্রতীক পেয়েছে ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট ও ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে।প্রসঙ্গত, বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার ৩৬৮ এবং নারী ভোটার এক লাখ ৭৫ হাজার ৮৭৭ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি ভোট কেন্দ্র রয়েছে।