• ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:২৩:২৮ (19-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:২৩:২৮ (19-May-2024)
  • - ৩৩° সে:

রাউজানে স্মার্ট পৌরসভা গঠনে আধুনিক ডাস্টবিন বিতরণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব ও স্মার্ট পৌরসভা গড়ার লক্ষে রাউজান পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একহাজার আধুনিক ডাস্টবিন বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রাউজান পৌরসভার ব‍্যবস্থাপনায় সমগ্র রাউজানে এই বিতরণ কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা দেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।  ১১ মার্চ সোমবার দুপুরে পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সবসময় তোমাদের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখবে। অপ্রোয়জনীয় প্লাস্টিক জিনিসপত্র যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবে। পরিবেশ পরিচ্ছন্ন ও পরিস্কার থাকলে স্বাস্থ্য ঝুকি থেকেও নিরাপদ থাকা যায়।পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার অংগ‍্যজাই মারমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা নাদের হোসেন, শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।এছাড়াও কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, আলহাজ্ব বশির উদ্দিন খান, আলমগীর আলী, কাজী শওকত হাসান, জানে আলম জনি, অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, আজাদ হোসেন, অ্যাডভোকেট দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, নাসিমা আকতার, জেবুন্নেছা আকতার, জান্নাতুল ফেরদৌস ডলিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।