• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৫৫:০৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৫৫:০৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

ভোলায় রেড ক্রিসেন্টের যুব সমাবেশ অনুষ্ঠিত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ‘মানবতার বিশ্বে যুবরাই শীর্ষে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় রেড ক্রিসেন্ট ইউনিটের ২য় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১০ ফেব্রুয়ারি শনিবার সকালে ভোলার মেঘনা নদীর পাড়ে শাহাবাজপুর পর্যটন কেন্দ্রর মাঠে সমাবেশের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।সমাবেশে ভোলার ৭টি উপজেলার দল ও কলেজ ইউনিটের প্রায় ২ শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে।স্বেচ্ছাসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং একটি মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম। সমাবেশে ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এসময়  উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, সেবামূলক এ কার্যক্রমে একটি ইউনিটের চালিকাশক্তি হচ্ছে  যুব স্বেচ্ছাসেবকরা। তাই তাদের দক্ষকরে গড়ে তুলতে এই সমাবেশ কার্যকর ভূমিকা পালন করবে।তারা বলেন,যেকোন দুর্যোগে স্বেচ্ছাসেবকরা সাহসিকতার সাথে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিপন্ন মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সেবামূলক এ কার্যক্রমে প্রতিটি ইউনিটের  চালিকাশক্তি  হচ্ছে  স্বেচ্ছাসেবকরা। এসব স্বেচ্ছাসেকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন বক্তারা।দিনব্যাপী আয়োজনে ছিলো আলোচনা সভা, নেতৃত্বে গুণাবলীর উপর প্রশিক্ষণ, ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র, সেরা সেচ্ছাসেবক নির্বাচন।