• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে শ্রাবণ ১৪৩২ রাত ০৮:২১:৫৪ (12-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে শ্রাবণ ১৪৩২ রাত ০৮:২১:৫৪ (12-Aug-2025)
  • - ৩৩° সে:

গাজায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি, মোট প্রাণহানি ৬১ হাজার ৩৬৯

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনে অন্তত ৬১ হাজার ৩৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৯ আগস্ট শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই অভিযানে নিহতদের পাশাপাশি দেড় লাখের বেশি মানুষ আহত এবং নিখোঁজ রয়েছেন। খবর আনাদুলুর।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মরদেহ গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে এবং ৪৯১ জন আহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫০। বিবৃতিতে আরও বলা হয়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ২১ ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টা করার সময় মোট ১ হাজার ৭৪৩ জন নিহত ও ১২ হাজার ৫৯০ জনের বেশি আহত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় ১১ জন অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন, যার মধ্যে শিশুও রয়েছে। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জন, যার মধ্যে ৯৮ জন শিশু। ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ে গাজায় খাদ্য ও চিকিৎসা সংকট চরমে পৌঁছেছে।সাময়িক যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও হামলা শুরু করে। এই নতুন অভিযানে এখন পর্যন্ত ৯ হাজার ৮৬২ জন নিহত ও ৪০ হাজার ৮০৯ জন আহত হয়েছেন।এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় যুদ্ধ চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।