• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ সকাল ০৯:২১:৫১ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশীগঞ্জে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে মুরগী বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের তিন শত সুফলভোগীর মাঝে মুরগী বিতরণ করা হয়েছে।২ নভেম্বর রোববার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী বিভাগের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চবিদ্যালয় মাঠে মুরগী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।মুরগী বিতরণকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, কেবি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবিরসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন জানান, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সাধুরপাড়া ইউনিয়নে ৯৬টি, বগারচর ইউনিয়নে ১০৩ ও মেরুরচর ইউনিয়নের ১০১টি পরিবারকে দুই মাস বয়সি ১৫টি করে সোনালী মুরগী বিতরণ করা হয়।এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান তিনি।প্রতিটি সুফলভোগী মুরগির টিকা প্রদানসহ যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।