আন্তর্জাতিক কাস্টমস দিবসে হিলি সীমান্তে মিষ্টি বিতরণ
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক কাস্টমস দিবস স্মরণে ভারত ও বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষ যৌথভাবে হিলি সীমান্তে মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের ভ্রাতৃত্ব ও সহযোগিতা উদযাপন করা হয়।২৬ জানুয়ারি সোমবার সকাল ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ এস পিলারের শূন্য রেখায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন হিলি কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. শাহাবুদ্দীন মজুমদার, মো. আজিজুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমির হামজা রাজু, মো. আব্দুর রউফ, মো. দেলোয়ার হোসেন, মো. মাহফিদুল হাসান, মোছা. নাসরিন সুলতানা ও মাজহারুল হক। এছাড়া হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন এবং জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মো. মীর হোসেনও উপস্থিত ছিলেন।ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিলি কাস্টমস ইন্সপেক্টর অভিশেখ কুমার, হিলি ইমিগ্রেশন ওসি নিশাত বাবু, হিলি কাস্টমসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিএসএফ সদস্যরা।