• ঢাকা
  • |
  • শনিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:৫২:২১ (22-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বাচ্চারাও ধানের শীষ বলে স্লোগান দিচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, বাচ্চারাও ধানের শীষ বলে স্লোগান দিচ্ছে। এই বাচ্চাদের দোয়ায় ইনশাল্লাহ আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। সরকার গঠনের মাধ্যমে নারায়ণগঞ্জ নগর বন্দরের পরিকল্পিত উন্নয়ন করা হবে।  ২১ নভেম্বর শুক্রবার বিকেলে বন্দরের হেভেন কমিউনিটি সেন্টারের সামনে থেকে বন্দর শহীদ মিনার পর্যন্ত গণসংযোগ শেষে গণমাধ্যমে প্রেস ব্রিফিং তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, নবীন প্রবীণ তরুণ যুবক নারী-পুরুষ সকলের সমন্বয়ে পরামর্শের মাধ্যমে পরিকল্পনা করে নারায়ণগঞ্জ-৫ আসনের নগর বন্দরের উন্নয়নে উদ্যোগ নেয়া হবে।  এর মধ্যে নারায়ণগঞ্জের বন্দরে ইকোনমিক জোন হবে, পূর্ণাঙ্গ মেডিকেল হাসপাতাল হবে, শিক্ষার সুব্যবস্থা থাকবে, শহরের সাথে বন্দরের সুবিধাগত বৈষম্যে দূর করা হবে বলে তিনি আশ্বাস দেন।  গণসংযোগ কালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রদত্ত তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।এ সময় গণসংযোগ উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহেনশাহ কামরুল লিটন, মহানগর যুবদল সভাপতি সজলসহ আরো অনেকে।