• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৫৭:৫৮ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৫৭:৫৮ (21-May-2024)
  • - ৩৩° সে:

ড. তাহের হত্যা মামলার ফাঁসি কার্যকরে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের করা সবশেষ আবেদনও খারিজ করেছেন আপিল বিভাগ। এতে যে কোনো সময় দুই আসামির ফাঁসি কার্যকরে আর বাধা নেই।২৫ জুলাই মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।তাহেরের হত্যা ৭১-এর বর্বরতাকে স্মরণ করিয়ে দেয় বলে আপিল বিভাগ তার পর্যবেক্ষণে জানিয়েছেন।এর আগে গত ২০ জুলাই  ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়। আবেদনে জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর স্থগিত চাওয়া হয়।গত ১৭ জুলাই ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত   মো. জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আলী রেজার রুকুর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।