• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:০১:৩৩ (31-Dec-2025)
  • - ৩৩° সে:
জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধান উপদেষ্টা

জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় অংশগ্রহণের মাধ্যমে তিনি প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।৩১ ডিসেম্বর বুধবার দুপুর ১২টার কিছু পর জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়িবহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। এর আগে গুলশান থেকে মরদেহ নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে।এর আগে সকাল ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে। তারও আগে সকাল ৯টা ১৭ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে খালেদা জিয়ার মরদেহ তারেক রহমানের বাসভবনে পৌঁছায়, যেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতারা শেষবারের মতো শ্রদ্ধা জানান।জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। জানাজায় অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরাও ঢাকায় এসেছেন।