কালিয়াকৈরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসার ১৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ঐ মাদ্রাসার অধ্যক্ষ জুলহাস উদ্দিন তারেক (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।২১ নভেম্বর শুক্রবার সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার জুলহাস উদ্দিন চট্টগ্রামের খুলশি উপজেলার লালখান বাজার এলাকার মৃত নুর নবীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী তার ছোট ভাইকে নিয়ে মাদ্রাসায় ক্লাস করতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষ জুলহাস শিক্ষার্থীদের টিফিনের ছুটি দেয়। এ সময় ছেলে শিক্ষার্থীরা বাসায় টিফিন আনতে গেলে তিনি কৌশলে ওই নারী শিক্ষার্থীকে মাদ্রাসার পেছনের একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানেই জোরপূর্বক ধর্ষণ করেন।পরবর্তীতে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীর বাবা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ সময় উত্তেজিত জনতা জুলহাসকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। রাতেই ভুক্তভোগীর বাবা কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’