ডুমুরিয়ায় ২ কেজি মাদকদ্রব্য ‘আইস’ উদ্ধার
ডুমুরিয়া-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় থানা পুলিশের অভিযানে দুই কোটি টাকা মূল্যের ২ কেজি মাদকদ্রব্য ‘আইস’ উদ্ধার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডুমুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে এ মাদকদ্রব্যের চালান উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী রোহান গণপরিবহন ঢাকা মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এসময় বাসের ব্যাংকারের ভিতর থেকে একটি প্লাস্টিকের বাজার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় ২ কেজি মাদকদ্রব্য আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবির হোসেন জানান, বাসের চালক বিল্লাল হোসেন শেখ (৪০), হেলপার সুকুমার অধিকারী (৩৬) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।