• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:৩৮ (16-Jan-2026)
  • - ৩৩° সে:
কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি ও মাদকদ্রব্য জব্দ

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি ও মাদকদ্রব্য জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ৬৮ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।৯ জানুয়ারি শুক্রবার কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) দুটি পৃথক অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।কুমিল্লা বিজিবি সূএ জানায়, সীমান্তের ৮ কি.মি. এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপির অধীনস্থ গোলাবাড়ী পোস্ট এর দায়িত্বপূর্ণ এলাকার বিষ্ণপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৪ লক্ষ ৪৪ হাজার টাকা।  এছাড়াও, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ ৯৫ হাজার টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়।মীর আলী এজাজ আরো জানায়, জব্দ মাদকদ্রব্য এবং চোরাচালানি মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।