ঈশ্বরদীতে অবৈধ মাটি-বালি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের নবীনগর এলাকায় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।১২ মে সোমবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খাঁন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী রুবেল হোসেন নামের এক ব্যক্তিকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।অভিযুক্ত রুবেল হোসেন উপজেলার সাহাপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মো. ইবাদুল হোসেনের ছেলে।ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বলেন, ‘অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে। পরিবেশ রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’