• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৮:১৯ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৮:১৯ (09-May-2024)
  • - ৩৩° সে:

অনুমোদন ছাড়াই মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের বৃক্ষ নিধন

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি - এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী যখন বৃক্ষ রোপণ অভিযান চলছে, ঠিক সেই সময় কোনো অনুমতি ছাড়াই খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে বৃক্ষ নিধন অভিযান।সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল কমপ্লেক্সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলো কাটছেন শ্রমিকরা। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের নির্দেশে কাটা হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা।স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের চারপাশে থাকা দেবদারু গাছগুলো এক যুগেরও বেশি পুরনো। হাসপাতাল ভবনের পশ্চিম ও দক্ষিণ দিকে গাছগুলো ছিল।গাছ কাটার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম স্বাস্থ্য কমপ্লেক্সের লোকবল সংকট ও অন্যান্য বিষয়ে কথা বললেও গাছ কাটার বিষয়ে কোনো মন্তব্য করেননি।এ বিষয়ে মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাছ কাটার বিষয়ে আমি অবগত নই। গাছ কাটতে হলে ইউএনও মহোদয়ের মাধ্যমে ডিএফও বরাবর আবেদন করলে ইউএনও’র মাধ্যমে ফরেস্ট অফিসে এলে সরকারি মূল্য নির্ধারণ করে গাছ কাটার অনুমতি দেওয়া হয়।এ ব্যাপারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।