• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৩:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৩:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ার শিলক খালে মাছের পোনা অবমুক্তকরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক খালে বড় সাইজের ১০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে প্রতিবছরের ন্যায় শুস্ক মৌসুমে শিলক খালের রাবার ড্যামের উপরি অংশের জলাশয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছোটভাই এরশাদ মাহমুদের মালিকানাধীন সুখবিলাস ফিসারিজ অ্যান্ড প্ল্যান্টেশনের উদ্যোগে এসব পোনা অবমুক্ত করা হয়।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ক্ষেত্র সহকারী মো. ওবাইদুল হক, সুখবিলাস ফিসারিজ অ্যান্ড প্ল্যান্টেশনের ম্যানেজার টিটু বড়ুয়াসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।সুখবিলাস ফিসারিজের ম্যানেজার টিটু বড়ুয়া জানান, বোরো চাষের জন্য শিলক খালের উপর নির্মিত রাবার ড্যামের টিউব বাতাস দিয়ে ফুলানো হলে উজানের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কৃত্রিম জলাশয়ের সৃষ্টি হয়। প্রায় ছয় মাসের বেশি সময় পর্যন্ত কৃত্রিম এই জলাশয়ের স্থায়িত্ব থাকে। প্রতিবছর তথ্যমন্ত্রীর ছোটভাই এরশাদ মাহমুদ এই জলাশয়ে নিজের মৎস্য খামার থেকে ধরে এনে বড় সাইজের মাছের পোনা ছাড়েন। ছয়মাস পর রাবার ড্যামের টিউব ছেড়ে দেয়া হলে এসব মাছ আরও বড় হবে। প্রাকৃতিক অন্যান্য মাছের পাশাপাশি এসব কার্প জাতীয় মাছ এলাকার মানুষ ধরে খাবে। সাধারণ মানুষের জন্যই প্রতিবছর তিনি এই উদ্যোগ নেন।