নওগাঁ শহরের বাইপাস এলাকায় নতুন মাছের আড়তের যাত্রা শুরু
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নতুন একটি পাইকারি মাছের আড়তের যাত্রা শুরু হয়েছে। আজ ২৪ আগস্ট সোমবার সকাল ৭টা থেকে শহরের বাইপাস চকপাথুরিয়া এলাকায় বড় বাজার মৎস্য আড়ৎ সমিতি নামে এর যাত্রা শুরু হয়। সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী।এসময় নওগাঁ পৌর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মতিয়ার রহমান বেগের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা মৎস্য অফিসার ড. মো. বায়েজিদ আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান প্রমুখ। এসময় মাছ চাষি, ব্যবসায়ী ও আড়ৎদাররা উপস্থিত ছিলেন।নওগাঁ শহরের মাঝে অবস্থিত পৌর মাছের আড়ৎ। এর পাশেই খুচরা সবজি বাজার, মুরগি, ডিম, গুড়, চাল ও মুদি দোকান রয়েছে। সেখানে কয়েকটি বাজার থাকায় মাছের আড়তের জায়গাটি ছোট হয়ে গেছে। এছাড়া সড়কও সরু। এতে মাছের গাড়ি আসা-যাওয়া অনেকটা কষ্ট সাধ্য হয়ে উঠে। মাছ চাষিরা সময়মত মাছের গাড়ি এ আড়তে নিয়ে আসতে পারেন না। এখন এর বিকল্প হিসেবে শহরের বাইপাস পার্কের পূর্বপাশে চকপাথুলিরা এলাকায় প্রধান সড়কের পাশে বড় বাজার মৎস্য আড়ৎ সমিতি নামে নতুন করে আড়ৎ চালু করা হয়েছে।মাছ চাষিরা জানান- এ আড়তে যোগাযোগ ব্যবস্থা ভালো। কোনো যানজট নেই। এমনকি মাছের গাড়ি আড়ৎ পর্যন্ত যাবে। মাছ হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই।নওগাঁ পৌর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মতিয়ার রহমান বেগ বলেন, নতুন এ বড় বাজার মৎস্য আড়ৎ সমিতিতে ২৫টি আড়ৎ রয়েছে। প্রতিদিন ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাছ বেচাকেনা হবে। এ আড়তে মাছ চাষিদের মাছে পানি ও গাড়ি ভাড়া দিতে হবে না। পাশাপাশি থাকা-খাওয়া ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এছাড়া ৪৩ কেজিতে মণ মাছ কেনা হবে। এ আড়ৎ থেকে যে কেউ সর্বনিম্ন ৫ কেজি পর্যন্ত মাছ কিনতে পারবে।