• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:৪৪:৫৭ (16-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

প্রেসক্লাবের সামনে সমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: চাকরি জাতীয়করনসহ বেতনের সঙ্গে ৪৫ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা।১৩ আগস্ট বুধবার সকাল ৯টার কিছু পর থেকে শুরু হয় এই অবস্থান কর্মসূচি। এতে যোগ দেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। এর ফলে বন্ধ হয়ে যায় সড়কের এক পাশে যানচলাচল।দাবি আদায়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার কথা রয়েছে আন্দোলনকারীদের। তাই উক্ত এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে, কর্মসূচিতে যোগ দিতে সারাদেশ থেকে বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকায় আসেন।আন্দোলনকারীরা জানান, তারা বৈষম্যের শিকার। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা মূল বেতনের ৪৫ শতাংশ বাড়ি ভাড়া পেলেও, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ১ হাজার টাকা পান। বাড়িভাড়ার পাশাপাশি, সরকারি চাকরিজীবীদের সমান চিকিৎসা ও উৎসব ভাতা এবং চাকরি জাতীয়করণের দাবিও জানান আন্দোলনরত শিক্ষকরা। এ সময়, দ্রুত জাতীয়করণ ও বৈষম্য না কমালে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।