• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:৫৯:৪৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:৫৯:৪৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: মাটিরাঙ্গা পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের জন্য ঔষধ ছিটানোর কার্যক্রম (স্প্রে) শুরু হয়েছে।১৩ জুলাই বৃহস্পতিবার সকালে মশক নিধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি।এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র মোঃ শামসুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খোকনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।পৌর মেয়র মো. শামসুল হক বলেন, মশার ঔষধ ছিটানো আমাদের দৈনন্দিন কাজের একটা অংশ। বর্ষা মৌসুমে পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ার পাশাপাশি তখন ডেঙ্গু মশার উপদ্রবও বেড়ে যায়। এজন্য মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। পুরো বর্ষা মৌসুমে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, বর্তমান পরিস্থিতি ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা করতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে। বাসা বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই আমরা ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে পারবো।