নারায়ণগঞ্জ-৪ এ বিএনপি জোটের প্রার্থী মনির কাসেমী
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সঙ্গে আসন বিনিময় চুক্তি হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে। এ সমঝোতার ফলে আসনটিতে বিএনপির জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তের নেতা মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি খেজুর গাছের মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।২৩ ডিসেম্বর মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।বিএনপি মহাসচিব জানান, নারায়ণগঞ্জ-৪ আসনে সমঝোতার ভিত্তিতে জমিয়তের প্রার্থীকেই সমর্থন দিচ্ছে দলটি। ফলে এ আসনে বিএনপি নিজেদের কোনো প্রার্থী দেবে না।অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে বলা হয়, এই সমঝোতা হওয়া চারটি আসন ছাড়া বাকি সব আসনে বিএনপির প্রার্থীদের জন্য তারা নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করবেন। দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এ তথ্য নিশ্চিত করেন।