• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৪৮:২৩ (21-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সিএনজি স্টেশনে বিস্ফোরণে আহত ১, পুড়ে গেছে বাসসহ ১০টি গাড়ি

হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।২১ আগস্ট বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্টেশনে থাকা নয়টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৫ লাখ টাকা বলে জানা গেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নবীগঞ্জ ও হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পাশে থাকা একের পর এক সিএনজি অটোরিকশায় আগুন ধরে যায়।অগ্নিদগ্ধ হয়ে আহত হন স্টেশনের এক কর্মচারী। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে আশপাশে থাকা মানুষজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত আগুন ভয়াবহ আকার ধারণ করে। তবে সময়মতো নিয়ন্ত্রণে আনার কারণে আরও বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।