যুক্তরাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ১৯ জন নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসিতে সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিখোঁজ হয়েছেন। তাদের সবাইকে মৃত বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় সময় ১০ অেক্টোবর শুক্রবার সকালে ওই বিস্ফোরণে বাড়ি-ঘর কেঁপে ওঠে। বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।টেনিসি অঙ্গরাজ্যের সামরিক বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের কারখানা। ভয়াবহ বিস্ফোরণের ধ্বংসলীলা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো এলাকাজুড়ে।১০ অক্টোবর শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে হঠাৎ বিস্ফোরণে কয়েক মাইল পর্যন্ত এলাকা কেঁপে ওঠে। প্রায় ১৩’শ একর জায়গাজুড়ে কারখানাটি পরিণত হয় ধ্বংসস্তূপে।টেনেসির ন্যাশভিল থেকে প্রায় এক ঘণ্টা দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হিকম্যান এবং হামফ্রেস কাউন্টি সীমান্তের ম্যাকইউইন এলাকার এই কারখানাটিতে প্রায় ৮০ জন কর্মচারী কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র জিম বেটস। তবে বিস্ফোরণের সময় সেখানে কতজন ছিলেন তা স্পষ্ট নয়। কারখানার একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অনেকে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কজন।বিস্ফোরণস্থল থেকে ২১ মাইল দূরে লোবেলভিলে থাকেন কোডি ওয়ারেন নামে এক বাসিন্দা। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় তার। বলেন, মনে হয়েছিল তার বাড়িতে বজ্রপাত হয়েছে। স্থানীয় শেরিফ ডেভিস বলেন, এটি তার জীবনে দেখা সবচেয়ে বিধ্বংসী দৃশ্য।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গেল মাসে বিস্ফোরক ‘টিএনটি’ সংগ্রহের জন্য অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের সঙ্গে প্রায় ১২০ মিলিয়ন ডলারের চুক্তি করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণের ঘটেছে তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন তদন্তকারী সংস্থা।