• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:১৫ (16-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হবিগঞ্জে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন ও গুণী শিক্ষক সম্মননা প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন ও গুণী শিক্ষক সম্মননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।১৫ অক্টোবর বুধবার মাধবপুর উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, ‘আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি বই পড়তে হবে। বই মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে। একটি ভালো বই আমাদের বিকশিত করতে সাহায্য করে। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি আমাদের শিক্ষামূলক বই পড়তে হবে। শিক্ষার্থীদেরও বই পড়তে উৎসাহী করতে হবে।’নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী।অনুষ্ঠানে সিলেটে বিভাগে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নূরজাহান আখতারকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।