• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩২ দুপুর ১২:১৩:৪৯ (10-Jan-2026)
  • - ৩৩° সে:
মণিরামপুরে কুকুরের কামড়ে আহত ৩৬

মণিরামপুরে কুকুরের কামড়ে আহত ৩৬

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩৬ জন আহত হয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এসেছেন। তাদের মধ্যে ৩ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঝাঁপা, পাড়দিয়া, মনোহরপুর, কাশিপুর, বিজয়রামপুর, দূর্গাপুর, মোহনপুরসহ বিভিন্ন জায়গায় কুকুর আক্রমণ করে। এতে মণিরামপুর উপজেলাজুড়ে কুকুর আতঙ্ক তৈরি হয়।হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত হাসপাতালে একসঙ্গে অনেক আহত রোগী এসেছেন। তাঁরা সবাই কুকুরের কামড় খেয়ে আসেন। কুকুর কারও হাতে, কারও পায়ে আবার কারও মুখে কামড় দিয়েছে। এখন পর্যন্ত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুকুরের কামড়ে আক্রান্ত ৩৬ জন চিকিৎসা নিয়েছেন।আহত আমিনুর রহমান বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগে কুকুরটি এসে তাঁর পায়ে ও বুকের অংশে কামড় দেয়। তখন কুকুরটিকে কোনোমতে শরীর থেকে সরিয়ে দৌড়ে পালায়।মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ জন চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জিএম মাসুদুর রহমান।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফায়াজ আহমেদ ফয়সাল বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। হাসপাতাল চত্বরে আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। যাদের শরীরে বেশি ক্ষত দেখা গেছে তাদের মধ্যে তিনজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, জরুরীভাবে দুই’শ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে। সেগুলো রোববার হস্তান্তর করা হবে।