সড়কে ভোগান্তি: নেই ওয়াসার কোনো তদারকি
রাসেল হাওলাদার: ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন (ডিইএসডাব্লিউএস) প্রকল্পটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে উঠেছে। রাজধানীর পূর্বাচল উত্তরা তেজগাঁও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করছে কোম্পানিটি।১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মেট্রোরেল ১নং স্টেশনের পাশে রাস্তা কাটার কারণে পুরো উত্তরায় যানজটে ভোগান্তিতে পরে মানুষ। এলাকার মানুষের তোপের মুখে পড়ে কাজ বন্ধ করে চলে যায় (ডিইএসডাব্লিউএস) কোম্পানিটি।ওই দিন রাতে আবার কাজ করা শুরু করলে সংবাদকর্মীরা কাজের অনুমতি দেখাতে বলেন প্রকল্পটির ইঞ্জিনিয়ার ইমনকে। তারা রাজুকের একটি অনুমোদন দেখিয়ে বলেন, তাদের অনুমতি আছে। জানা গেছে, এ রাস্তাটির মালিক রাজউক না। রাজুকের চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় রাস্তা কেটে চলছে কোম্পানিটি। কিছু সড়কের অনুমতি নিয়ে কাটছে তার দ্বিগুণ এমন অভিযোগ পাওয়া গেছে কোম্পানিটির বিরুদ্ধে। এলাকাবাসী বলছেন এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছেন। রাস্তার মাটি কেটে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার কথা থাকলেও আমলে নিচ্ছে না তারা। কাজ করার সময় নিরাপত্তা কোনো বেষ্টন দিচ্ছে না। এতে করে রাতের বেলায় বিভিন্ন দুঘটনা ঘটছে।ইচ্ছে খেয়াল খুশি মতই কাজ করছে কোম্পানি। যেখানে মানুষের সুবিধা পাওয়ার কথা, সেখানে নগরবাসী চরম ভোগান্তিতে পড়ছে।এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৬ নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা বলেন, আমাদের কাছ থেকে অনুমতি না নিয়ে কাটছে। অনুমতি না নিয়ে কাটলে যতটুক কেটেছে ততটুক জরিমানা করা হবে।এ বিষয়ে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী আলামিন বলেন, অনিয়ম থাকলে তদন্ত করে দেখা হবে।