• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:১৩:৪৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:১৩:৪৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ফরিদপুরে শ্রেণিকক্ষে ভূত আতঙ্ক, ভয়ে অসুস্থ ১৩ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: বিদ্যালয়ে ভূত আতঙ্কে ফরিদপুরের নগরকান্দায় ১৩ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।১৯ মে রোববার দুপুরে উপজেলার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে বিদ্যালয়ের ভবনে ভৌতিক কিছুর উপস্থিতি বুঝতে পারে। পরে ভূত আতঙ্ক ছড়িয়ে পড়লে ভয়ে একে একে ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।খবর পেয়ে নগরকান্দা উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করে।এছাড়াও বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া জানান, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ভূত আতঙ্কের মতন ঘটনা বিদ্যালয়ে এর আগে কখনো ঘটেনি।