• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:৪৬:৩৭ (12-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

টাঙ্গাইলে ৭ দিনব্যাপী ভাসানী মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ৭ দিনব্যাপী ভাসানী মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।১১ নভেম্বর মঙ্গলবার মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমতগার-এর আয়োজনে সন্তোষ মাজার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।মেলা উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরাত খান ভাসানীসহ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণসভা, গণভোজসহ ৭ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।