১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
ঝিনাইদহ প্রতিনিধি: ভারতে অবস্থানরত পুরুষ, নারী শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটকের পরে ঝিনাইদহ সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু।১ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি সূত্র আরও জানায়, অবৈধভাবে ভারতে বসবাসরত ১৫ জন মঙ্গলবার দুপুর ১টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল টিমের হাতে আটক হয়। পরে বিএসএফ মহেশপুর ৫৮ বিজিবিকে আটক বাংলাদেশিদের ফেরত নিতে অনুরোধ করে যোগাযোগ চালায়। যাচাই বাছাই শেষে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন খোসালপুর বিওপি এলাকার ৬০/৮৭ সীমান্ত পিলার সংলগ্ন শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের গ্রহণ করে বিজিবি। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।