লাদাখে ট্রাকসহ নদীতে পড়ে গিয়ে ভারতীয় ৯ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লাদাখের উঁচু পাহাড়ি সড়ক পথে যাওয়ার সময় সামরিক বাহিনীর একটি ট্রাক ছিটকে নদীতে পড়ে গেলে ভারতীয় সেনাবাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন।১৯ আগস্ট শনিবার সন্ধ্যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং আটজন সৈনিক বলে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।লেহ এর পুলিশ সুপার পিডি নিত্য জানান, সড়ক থেকে ছিটকে নিচে পড়া ট্রাকের বেঁচে যাওয়া একমাত্র সৈনিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।লেহ এর প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেল পিএস সিধু গণমাধ্যমকে জানান, সেনাসদস্যদের ওই কনভয়ে দুর্ঘটনায় পড়া ট্রাকসহ পাঁচটি বাহন ছিল। সেগুলোতে করে তিনজন কর্মকর্তাসহ ৩৯ জন সেনাসদস্য কারু ঘাঁটি থেকে লেহ এর কাছের কিয়ারিতে যাচ্ছিলেন। এরমধ্যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে, যাতে ১০ জন ছিলেন। তাদের মধ্যে ৯ জন নিহত হয়েছেন।এ ঘটনায় সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েন। তিনি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।প্রধানমন্ত্রী মোদী বলেন, লেহের কাছে দুর্ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। এই দুর্ঘটনায় আমরা ভারতীয় সেনাবাহিনীর কর্মীদের হারিয়েছি। জাতির প্রতি তাদের সর্বোচ্চ সেবা আমরা সর্বদা স্মরণ করবো। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ কখনই তাদের এই সেবার কথা ভুলবে না।সূত্র: এনডিটিভি।