• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৫৪:৩৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৫৪:৩৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

দীর্ঘ ২২ বছর পর সেনবাগ পৌরসভার নিজস্ব ভবন উদ্বোধন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: দীর্ঘ ২২ বছর পর নিজস্ব ভবনের কার্যক্রম শুরু করলো নোয়াখালীর সেনবাগ পৌরসভা।৫ মে রোববার দুপুরে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম পৌর শহরের উত্তর অর্জুনতলায় ফলক উম্মোচন করে পৌরসভার নতুন অফিস ভবনের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের সহকারী পরিচালক মাহমুদুর রশিদ মজুমদার, সেনবাগ সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্ল্যা বাহার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কবির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম বাবু, পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ও উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম।সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর হোসাইন সুমন।