• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৫৭:০৫ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৫৭:০৫ (01-May-2025)
  • - ৩৩° সে:

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘ওয়াহি, কাদের, মাহফুজ শহীদের আমরা তোমায় ভুলি নাই’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে।১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল এগারোয় দিবসটি পালন করা হয়।সরকারিভাবে দিবসটি পালন না করলেও কুড়িগ্রাম ৪ আসনের সাবেক এমপি রুহুল আমিনের নেতৃত্ব প্রতিবছর বড়াইবাড়ী দিবস পালন করে আসছেন।এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হুরায়রা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক, সাংবাদিকবৃন্দসহ শহীদের পরিবার।আজ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে সংঘর্ষের ২৪ বছর। ২০০১ সালে এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বড়াইবাড়ী গ্রামে ঢুকে নারকীয় তাণ্ডব চালায়। অকুতোভয় বিডিআর ও গ্রামবাসীদের মিলিত প্রতিরোধে পরাস্ত হয় অগ্রাসনকারী বিএসএফ। নিহত হয় বাংলাদেশের তিন বীর বিডিআর জোয়ান। ভারতীয় পক্ষে নিহত হয় ১৬ বিএসএফ সদস্য। সেই থেকে ঐতিহাসিক এই দিনটি পালন করা হয় বড়াইবাড়ী দিবস হিসেবে।