• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৫:২৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৫:২৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

নিজের ক্যানসার আক্রান্তের কথা জানালেন ব্রিটিশ রাজবধূ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ও ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ২২ মার্চ শুক্রবার দেয়া এক ভিডিও বার্তায় কেট নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে সুস্থ আছেন এবং তার চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি।২৩ মার্চ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।ভিডিও বার্তায় কেট জানিয়েছেন, ক্যানসার প্রাথমিক অবস্থায় রয়েছে এবং চিকিৎসাও শুরু হয়েছে।এর আগে, গত ফেব্রুয়ারি মাসে খবর এসেছিল, রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত। এবার তারই পুত্রবধূ কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।ভিডিও বার্তায় কেট বলেন, একটি অপারেশনের পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ক্যানসারের বিষয়টি সামনে আসে। আপাতত কেমেথোরাপি চলছে।তিন সন্তানের মা ও প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের শারীরিক পরিস্থিতি বেশ কিছুটা উদ্বেগের বিষয় ব্রিটিশ রাজ পরিবারের জন্য।ভিডিওতে বলেন, আমার কাছে ক্যানসারের খবর বেশ বড় ধাক্কার। তবে উইলিয়াম যা যা করা দরকার করছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কমবয়সী পরিবারের জন্য, তাই করছি।