• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:২৫:৫৯ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:২৫:৫৯ (17-May-2024)
  • - ৩৩° সে:

মেহেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।১৬ মে বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর খাদ্য গুদাম প্রাঙ্গনে এ অভিযানের উদ্বোধন করা হয়।জেলা প্রশাসক শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেনের সভাপতিত্বে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট আবীর আমসারী।পরে ‘সরকারি গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ। কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি’ এর প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, মিল মালিক আজিরুল ইসলাম ও কৃষক আবুল কালাম।